শেরপুরে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত শেরপুর জেলা আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) শেরপুর সরকারি কলেজ মাঠে সপ্তাহব্যাপী খেলাধুলা শেষে বিকালে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী ঘটে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন।

গত ৮ই জানুয়ারি এ খেলার উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের (পুরুষ ও মহিলা) ক্রিকেট খেলার মাধ্যমে শুরু হয় আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা।

ধারাবাহিক ভাবে সপ্তাহব্যাপী ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে অ্যাথলেটিক্সের আয়োজন করা হয়। অ্যাথলেটিক্সের ইভেন্টসমূহের মধ্যে ছিলো পুরুষ ও মহিলা উভয়ের জন্য দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, ত্রি লম্ফ, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও বর্শা নিক্ষেপ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, সদস্য গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী, ফলাফল সংরক্ষণ উপ-কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন আজাদ, ধারাভাষ্য বর্ণনা উপ-কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিব শংকর কারুয়া, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক দর্শন বিভাগের অধ্যাপক উত্তম কুমার নন্দী সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

খেলাধুলা শেষে জেলার বিভিন্ন উপজেলার কলেজ থেকে আগত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি,ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।