শেরপুরে ক্ষেত থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি এলাকায় বজ্রপাতে সুজন আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক একই এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন শ্রীবরদী উপজেলার ঝগরাচর বাজারে তার কাকার দোকানে কাজ করে। শুক্রবার দুপুরে সে সহ আরও দুইজন কৃষিশ্রমিক নিয়ে ধান কাটতে যায় ক্ষেতে। দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে তারাতাড়ি করে ধানের আটি মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা তিনজন।

পথে হঠাৎ বজ্রপাত হলে মাঝখান থেকে সুজন বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

হঠাৎ এই মর্মান্তিক দূর্ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।