শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত
শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশী ছোট ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর মোরাদ হোসেন নামের এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার টালকি ইউনিয়নের পূর্বটালকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরাদ হোসেন ওই এলাকার মৃত রহিম মাস্টারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোরাদ ঢাকায় কল্যাণপুর এলাকায় একটি অফিসে দীর্ঘদিন যাবত সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার চাচাতো ভাই জালালউদ্দিনের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো।
ঈদের সময় ছুটি পাইনি মোরাদ। তাই শুক্রবার সকালে অফিস থেকে ছুটি পেয়ে বাড়িতে আসে। সাথে করে ঘরের কিছু আসবাবপত্র নিয়ে আসে। আসবাবপত্র রাখা নিয়ে চাচাতো ভাই ও ভাবী মাজেদা বেগমের সাথে তর্কাতর্কি শুরু হয়।
তর্কাতর্কির এক পর্যায়ে ভাবী মাজেদা বেগম মোরাদের মাথায় লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করে। মাথায় আঘাত পেয়ে মোরাদ মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ঘাতক মাজেদা বেগম ও তার মেয়ে খুশি বেগমকে আটক করে পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন