শেরপুরে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ
শেরপুর-১ (সদর) আসনের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও নৌকার তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে সদর উপজেলার ধলা ইউনিয়নের বাগবাড়ি বাজারের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার বাগবাড়ী বাজার এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের অফিসে নৌকার কর্মী-সমর্থকরা নির্বাচনী অফিস নির্মাণ করে নৌকার প্রচারণা চালিয়ে আসছিলেন।
এছাড়াও বাগবাড়ী বাজারে কাপড় দিয়ে নৌকা বানিয়ে টাঙিয়ে রাখেন। মঙ্গলবার বৈরী আবহাওয়ার জন্য কর্মী-সমর্থকরা রাত ১১টায় নির্বাচনী অফিসটি বন্ধ করে বাড়িতে চলে যান।
বুধবার ভোররাতে নৌকার নির্বাচনী অফিসে ঢুকে চেয়ার, টেবিল ভাঙচুর এবং পোস্টার ও নৌকায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
নৌকা প্রতীকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকসহ জেলা আওয়ামী লীগ নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
এ ঘটনায় ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রইছ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান মো. তসলিম উদ্দিনের নেতৃত্বে অবিলম্বে দৃর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে বাগবাড়ী বাজারে বুধবার সকালে এক বিক্ষোভ মিছিল বের করেন।
শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, বাগবাড়ী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন