শেরপুর সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফকে সংবর্ধনা প্রদান
শেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন নালিতাবাড়ির সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। তাঁর যোগদান উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছেন শিক্ষক পরিষদের কর্মকর্তা, কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী, কলেজ ছাত্রদলের নেতাকর্মী সহ বিভিন্ন ছাত্র সংগঠন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দীন।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিব শংকর কারুয়া, দর্শন বিভাগের অধ্যাপক উত্তম কুমার নন্দী, গণিত বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন