শেষবারের মতো মোহামেডান ও বঙ্গবন্ধুতে আসবেন বাদল রায়
যে ক্লাবের জার্সিতে ফুটবল খেলে লাখ লাখ মানুষরে হৃদয় জয় করেছেন সেই মোহামেডান ক্লাবে এবং যে মাঠের সবুজ ঘাসে ফুটবলের ফুল ফুটিয়েছেন সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায় শেষবারের মতো আসবেন সোমবার।
বাদল রায়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১ টায় মতিঝিলস্থ মোহামেডান ক্লাব প্রাঙ্গনে এবং বেলা ১২ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়ের মরদেহ রাখা হবে ক্রীড়াঙ্গনের মানুষের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য।
এরপর রাজধানীর সবুজবাগ কালি মন্দিরে বাদল রায়ের মরদেহ শেষকৃত্য করা হবে। বাদল রায় দীর্ঘদিন রোগভোগের পর রোববার বিকেল ৫ টা ৩৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদল রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ আরচারি ফেডারেশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তি বাদল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বাদল রায়ের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সোমবার তাদের পতাকা অর্ধনমিত রাখবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন