শেষ পর্যন্ত অভিন্ন প্রশ্নেই হচ্ছে এইচএসসি পরীক্ষা
শেষ পর্যন্ত অভিন্ন প্রশ্নেই হচ্ছে এইচএসসি পরীক্ষা। অভিভাবকরা বলছেন, অভিন্ন প্রশ্নে ফাঁসের ঝুঁকি থেকেই যাবে। এদিকে পদ্ধতি পরিবর্তনে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার আহ্বান শিক্ষাবিদদের।
এ বছর সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয় শিক্ষা মন্ত্রণালয়। সে সময় বিভিন্ন মহল থেকে একই প্রশ্নে সব বোর্ডে পরীক্ষা না নেওয়ার আহ্বান জানানো হয়।
তবে মন্ত্রণালয় সিদ্ধান্ত থেকে সরেনি। আর এসএসসি পরীক্ষার সব বিষয়ের প্রশ্নই ঘোষণা দিয়ে ফাঁস করেছে কয়েকটি চক্র।
আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষাও সকল বোর্ডে অভিন্ন প্রশ্নে নেয়ার স্বিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে অভিভাবকরা বলছেন, অভিন্ন প্রশ্ন কোন জায়গা থেকে ফাঁস হলে, প্রভাব সারাদেশের শিক্ষার্থীদের উপর পড়ে। তাই এটি বাতিলে বেশ কয়েকবার মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছে তারা।
এদিকে কর্তৃপক্ষ বলছে, এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সর্বচ্চ ব্যবস্থা নিচ্ছে তারা।
সকল বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। তবে এবারের এইচএসসি পরীক্ষায় চারসেট প্রশ্নে পরীক্ষা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন