শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, ফিরছেন তাসকিন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/07/image-201096-1563554441.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আসন্ন শ্রীলংকা সফরে যাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার অনুপস্থিতিতে এ সফরে সীমিত ওভারের সিরিজটিতে টাইগারদের নেতৃত্ব দেবেন ওপেনার তামিম ইকবাল।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এর আগে সন্ধ্যার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, মিরপুরে অনুশীলনের সময় মাশরাফি চোট পেয়েছেন। এ কারণে মাশরাফি শ্রীলংকা সফরে যাচ্ছেন না।
জানা গেছে, সিরিজকে সামনে রেখেই আজ সন্ধ্যায় শেরে বাংলার সেন্ট্রাল নেটে ফ্লাডলাইটের আলোয় বোলিং অনুশীলন করছিলেন মাশরাফি। সেখানে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টাইগার অধিনায়ক।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। চোটটি গুরুতর যা সারতে চার সপ্তাহের মতো লাগবে। তাই এক মাসের মধ্যে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন না তিনি।’
সে হিসাবে শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেলেন মাশরাফি।
সূত্রের খবর, মাশরাফির অনুপস্থিতিতে দলের হাল ধরবেন তামিম ইকবাল। এছাড়া পেস আক্রমণের অভাব পূরণে মাশরাফির জায়গায় গতিতারকা তাসকিন আহমেদকে দেখা যেতে পারে।
আগামী শনিবার দলের সঙ্গে শ্রীলঙ্কার উড়ে যাবেন বহুদিন জাতীয় দলে অনুপস্থিত থাকা তাসকিন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন