সংকট সমাধানে জাতিসংঘের সাহায্য চাইল কাতার

সৌদি জোটের সাথে চলমান সংকট সমাধানে জাতিসংঘের সাহায্য চেয়েছে কাতার। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাতে এ সাহায্য চান নিউইয়র্ক সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-সানি।
শক্তিশালী চার আরব প্রতিবেশীর অবস্থান নিয়ে এসময় তিনি বলেন, অবরোধ আরোপকারী দেশগুলো এতটা ‘জেদি’ যে, তারা সংকট নিরসনের কোনো মানসিকতাই দেখাচ্ছে না। তবে এ সংকট নিরসনের জন্য কাতার সংলাপে বসতে আগ্রহী বলেও জানান আলে সানি। তিনি নিজেদের অবস্থান থেকে সরে আসতে সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের প্রতি আহ্বান জানান।
এছাড়া অবরোধকে আন্তর্জাতিক আইনের ‘মারাত্মক লঙ্ঘন’ উল্লেখ করে আব্দুল রহমান আল সানি আরো বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান এ উত্তেজনা নিরসনে জাতিসংঘের উচিত ‘সার্বিক প্রচেষ্টা’ চালানো।
এর আগে, গত সপ্তাহে সংকট নিরসনের উদ্দেশ্যে আলোচনার আহ্বান জানিয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তবে যেকোনো সমাধানই কাতারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাপূর্ণ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে গত জুনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর ভয়াবহ অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।
সূত্র: রয়টার্স
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















