সংঘাত বন্ধে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের
ইসরায়েল-ফিলিস্তিনকে সংঘাত বন্ধের যে আহ্বান জাতিসংঘ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বুধবার (১২ মে) ফিলিস্তিন সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা আনাদোলু।
মঙ্গলবার (১১ মে) জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ দূত টর ভেনেসল্যান্ড বলেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছি। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, এই সহিংসতা নিরসনে দু’পক্ষের নেতাদের দায়িত্ব নিতে হবে। কারণ ধ্বংসাত্মক এ হামলার শিকার হচ্ছে শিশু ও নারীরাও।
সোমবার (১০ মে) থেকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ ইসরায়েলি নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজন নারী। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনই শিশু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন