সংঘাত-সহিংসতা যা হয়েছে তা অতি নগন্য : নানক
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। বিএনপি পরাজয়ের শঙ্কা থেকেই ভোট কারচুপির অভিযোগ আনছে। তারা সব সময় এ রকম অভিযোগ করে। তাদের কোনো ষড়যন্ত্র-অপপ্রচার নৌকার বিজয় রুখতে পারবে না।
নানক বলেন, সারাদেশে নির্বাচনী সহিংসতায় ১০ জন নিহত হয়েছে। এ তথ্য জানানোর পর সাংবাদিকরা প্রশ্ন করেন এ অবস্থায় আপনি কীভাবে বলছেন শান্তিপূর্ণ নির্বাচন হলো? এর জবাবে নানক বলেন, সংঘাত-সহিংসতা যা হয়েছে তা অতি নগন্য ও অতিসামন্য। সহিংসতা যতটুকু হয়েছে তার শিকার আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আবদুস সবুর, বাহাউদ্দিন নাসিম, সামছুন্নাহার চাপা, আবদুর রহমান, বিএম মোজাম্মেল, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, মারুফা আক্তার পপি, গোলাম রাব্বানী চিনু, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কায়সার উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন