সংলাপের আড়ালে ভোট বানচালের চেষ্টা ঠেকাব : কাদের
সংলাপের আড়ালে কেউ ভোট বানচালের চেষ্টা করলে তা ঠেকানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জেলহত্যা দিবস উপলক্ষে শনিবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন কাদের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেয় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
সাড়ে তিন ঘণ্টার মতো বৈঠকের পর তাৎক্ষণিকভাবে ড. কামাল ‘আলোচনা ভালো হয়েছে’ মন্তব্য করলেও পরে বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলন করে বলেন, ‘বিশেষ কোনো সমাধান পাননি তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও সংলাপে সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছিলেন।
পরদিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সংলাপের আশার ক্ষমতাসীনদের অনড় অবস্থানে ফিকে হতে শুরু করেছে। সংলাপের পরও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ হয়নি দাবি করে এমন মনোভাব দেখালে আন্দোলন করে দাবি আদায়ের হুমকি দেন তিনি।
শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপের আড়ালে কেউ ভোট বানচালের চেষ্টা করলে তা ঠেকানো হবে। এজন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে।
এ সময় ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন কাদের। বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতা ও সবশেষ একুশে আগস্ট গ্রেনেড হামলা চালায় ষড়যন্ত্রকারীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন