সংসদ ভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
সংসদের বিশেষ অধিবেশনের ফাঁকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকারপ্রধান সাক্ষাৎ করতে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মারক ভাষণ প্রদান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।”
এছাড়া তারা করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী মহামারী মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি করোনাভাইরাস মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশ তা মোকাবেলা করে উন্নয়ন ও অগ্রগতির পথে অব্যাহতভাবে এগিয়ে যাবে।
সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন