সঠিক ভাবে যথা সময়ে ছলাত বা নামায আদায় করো
সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য। নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা বাক্বারা শরীফ ২৩৮নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা নামায আদায়ের ব্যাপারে যত্নবান হও অর্থাৎ সঠিক ভাবে ও যথা সময়ে ছলাত বা নামায আদায় করো।রহমাতুল্লিল ‘আলামীন।
ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, সম্মানিত নামাযই মুসলমান ও কাফিরদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। নামায হলো সম্মানিত দ্বীন ইসলাম উনার খুঁটি বা স্তম্ভ। যে ব্যক্তি যথাযথভাবে নামায আদায় করলো সে সম্মানিত দ্বীন ইসলাম উনাকে কায়িম রাখলো আর যে সঠিকভাবে সম্মানিত নামায আদায় করলো না, সে স্বীয় দ্বীন ইসলাম উনার ক্ষতি করলো। নাউযুবিল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হুজরা শরীফে তাশরীফ নিতেন তখন আমাদের সাথে খোলা মনে কথাবার্তা বলতেন।
এটা ছিল উনার নিত্যদিনের আদত (অভ্যাস) মুবারক। কিন্তু মুয়াযযিনের আযান শুনামাত্র তিনি নামাযে যাওয়ার জন্য এরূপ ব্যস্ত হয়ে যেতেন যে, আমাদের সাথে কথোপ কথন বন্ধ করে দিতেন। তখনকার অবস্থা মুবারক দেখলে মনে হতো আমরা যেন উনার কাছে অপরিচিত। আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হযরত আবূ যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন,
একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শীতের মৌসুমে বাইরে তাশরীফ নিলেন তখন গাছে পাতাগুলি ঝড়ে পড়ছিল। তিনি একটি গাছের ডাল হাতে ধরলেন, এতে তার পাতা আরো বেশি করে ঝরতে লাগলো। তিনি ইরশাদ মুবারক করলেন, মুসলমান বান্দা যখন একমাত্র মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য নামায পড়ে তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতাগুলি ঝরে পড়ছে। সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত নামায উনার প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি সঠিকভাবে নামায আদায় করলো, ক্বিয়ামতের দিন নামায তার জন্য নূর (আলো) হবে, দলীল হবে এবং নাজাতের কারণ হবে।
সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, যে ব্যক্তি সম্মানিত নামায সঠিকভাবে আদায় করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে পাঁচ প্রকার নিয়ামত দানে সম্মানিত করবেন। (১) রিযিকের সংকীর্ণতা দূর করে দিবেন। (২) কবরের আযাব দূর করে দিবেন।
(৩) ক্বিয়ামতের দিন আমলনামা ডান হাতে প্রদান করবেন। (৪) পুলছিরাত বিদ্যুতের ন্যায় পার করাবেন। (৫) হিসাব-নিকাশ হতে অব্যাহতি দান করবেন।আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ছলাত বা নামায সম্মানিত দ্বীন ইসলাম উনার বুনিয়াদ বা ভিত্তি এবং সম্মানিত দ্বীন ইসলাম উনার খুঁটি। সম্মানিত ঈমান উনার পরেই ছলাত বা নামায উনার স্থান। ছলাত বা নামায জান্নাতের চাবি ও মু’মিনদের জন্য মি’রাজ স্বরূপ।
মহান আল্লাহ পাক তিনি ক্বিয়ামতের দিন সর্বপ্রথম নামাযেরই হিসাব নিবেন। অতএব, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলাদের জন্য ফরয হচ্ছে- পাঁচ ওয়াক্ত নামায যথাযথ ভাবে ও সঠিক ভাবে নিয়মিত আদায় করা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন