সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়া আনা আজ বড় চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের

সড়কে এখনো শৃঙ্খলা কার্যকর করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৯ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা সংক্রান্ত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়কে শৃঙ্খলা কার্যকর করতে পারিনি। একইসঙ্গে পরিবহনে শৃঙ্খলা আনা সম্ভব হয়নি। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়া আনা আজ বড় চ্যালেঞ্জ।

উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট মানুষকে ভোগান্তিতে ফেলছে। এখানে ঈদের সময় রাস্তা যানজটমুক্ত রাখতে হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেশি ভাড়া আদায় কোথাও কোথাও কমেছে; কিন্তু বন্ধ হচ্ছে না। স্টেশনের বাইরে নিয়ে গিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া তোলা হচ্ছে।

ভিআইপিদের নিয়ম না মেনে উল্টোপথে চলার সমালোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।