সন্তানকে আক্রমণ করায় চিতাবাঘকে আছড়ে মারল হাতি!
দু’টি চিতাবাঘ একটি হস্তি শাবককে আক্রমণ করার সঙ্গে সঙ্গে মা হাতি ধাওয়া করে চিতাবাঘটিকে। তখনই একটি চিতা বাঘ পালিয়ে যায়।
অন্য চিতাবাঘটি উঠে যায় গাছে। কিন্তু সন্তানকে বাঁচাতে গাছ থেকে টেনেহিঁচড়ে চিতাবাঘকে নামিয়ে আছড়ে মেরে ফেলল মা হাতি। রবিবার ভোরে এই ঘটনার সাক্ষী থাকল ভারতের জলপাইগুড়ির মালবাজার।
জানা যায়, রবিবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের আপালচাঁদ রেঞ্জের চেল জঙ্গল থেকে একদল হাতি বেতগুড়ি চা বাগানের জয়মান লাইনে ঢুকে পড়েছিল। তখন হস্তি শাবককে আক্রমণ করার সঙ্গে সঙ্গে মা হাতি চিতাবাঘটিকে শুঁড় দিয়ে ল্যাজ ধরে টেনে গাছের উপর থেকে নিচে নামিয়ে মাটিতে আছাড় মারে। তাতেই মারা যায় চিতাবাঘটি। সন্তানের রক্ত দেখে উন্মত্ত হয়ে যায় মা হাতি! হস্তিবিশারদরা বলেন, হাতি নিতান্তই শান্ত স্বভাবের প্রাণী। তবে হাতিকে বিরক্ত করলে তার থেকে মারাত্মক জীব দু’টি হয় না। হাতির স্মৃতিশক্তিও প্রখর।
বহুবছর আগের শত্রুকেও তারা ভোলে না। আর এই চিতাবাঘ তো একেবারে মায়ের সামনে তার সন্তানকে রক্তাক্ত করেছে। তার মাসুলও তাকে গুনতে হল সঙ্গে সঙ্গেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন