সবচেয়ে কম মাংস খায় বাংলাদেশিরা
বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষভোজী বাংলাদেশের জনগণ। অর্থাৎ সবচেয়ে কম মাংস খায় বাংলাদেশিরা। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত বাংলাদেশ সবচেয়ে নিরামিষভোজী দেশ।
বিশ্ব খাদ্য সংস্থার ২০০৯ সালে করা একটি প্রতিবেদনের ভিত্তিতে করা এই রিপোর্টে বলা হয়, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক প্রতিবছর গড়ে মাত্র ৪ কেজি মাংস খায়।
তালিকায় সবচেয়ে কম মাংস খাওয়া দেশের তালিকায় বাংলাদেশের পরেই আছে ভারত। দেশটির নাগরিকরা প্রতিবছর গড়ে ৪.৪ কেজি মাংস খায়। এরপরে আছে যথাক্রমে বুরুন্ডি, শ্রীলঙ্কা এবং রুয়ান্ডা।
বিশ্বের সবচেয়ে বেশি আমিষভোজী দেশ যুক্তরাষ্ট্র। বছরে ১২০ কেজি মাংস সাবাড় করেন একজন মার্কিন প্রেসিডেন্ট। তালিকায় দুই নম্বরে আছে মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র কুয়েত। দেশটির জনগণ বছরে গড়ে ১১৯.২ কেজি মাংস খায়। এরপরেই আছে, অস্ট্রলিয়া, বাহামা দীপপুঞ্জ এবং লুক্সেমবার্গ। সূত্র: টেলিগ্রাফ অনলাইন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন