সমাবেশে নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম
ঢাকার দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি টাঙ্গাইলে শোকের মাতম চলছে।
নিহত আমিরুল ইসলাম পারভেজ (৩৩) নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মন্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাছুম বলেন, বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকেন। সন্তানের মৃত্যুর খবরে মা বারবার মুর্ছা যাচ্ছেন। ভাইও কান্নাকাটি করছেন। ছেলে হারানোর আকস্মিকতায় বাকরুদ্ধ বাবা সেকান্দর মণ্ডল।
উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, নিহত ওই পুলিশ সদস্যের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে ছিল। কিন্তু নদী ভাঙনের তাদের বসতভিটা হারিয়ে দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস করেন। ফয়েজপুরে বসবাস করলেও এখনও তারা দৌলতপুর এলাকার ভোটার।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনসহ তার পরিবারের সহযোগিতায় সকল ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ ২০০৯ সালে পুলিশে যোগ দেন। চাকরির সুবাদে পারভেজ পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। তার ছয় বছরের এক কন্যা সন্তান রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন