‘সময়ের’ কবিতা | শাহরিমা রহমান ইলা

‘সময়ের’ কবিতা

-শাহরিমা রহমান ইলা


সময় যখন থামে,
ক্লান্তি তখন নামে।

চোখের পাড়ার ঘুম,
থাকে ডানে বামে।

চুপি চুপি গান,
শোনায় অর্ণিবান।

হঠাৎ চিঠি আসে,
রঙ্গিন কোন খামে।
ব্যস্ত কোলাহল,
চায় না তো আর মন
কে বা হয় পর,
আর কে বা আপনজন। মনের মধ্যখানে
থাকে অনেক চাওয়া পাওয়া দেয়না যারা ধরা,
শুধু তাদের আসা যাওয়া। সময় তবু চলে
যায় না তাকে বাধাঁ। পৃথিবীর বুকে সময়,
অনেক বড় ধাঁধাঁ।।