‘সময় হলেই উড়ে আসবে অস্ট্রেলিয়া’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের চলমান দ্বন্দের দ্রুত অবসান হবে এবং নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। এমনটি মনে করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে দক্ষিণ আফ্রিকা সফরের আগে অজিদের বিপক্ষে টেস্ট খেলাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘অফিসিয়ালি ভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটবোর্ড এখনও আমাদের কিছু জানায়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরি যদি কিছু থেকেও থাকে খুব দ্রুতই তা সমাধান হয়ে যাবে। খেলোয়াড় বলেন এক্স খেলোয়ার বলেন সবাই কিন্তু বাংলাদেশে অসার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। যে সমস্যায় থাকুক না কেনো তা দ্রুতই সমাধান হয়ে যাবে এবং তারা সময়মত আসবে।’
নাজমুল হাসান পাপন আরো বলেন, ‘সব থেকে কঠিন জায়গা হচ্ছে নাকি দক্ষিণ আফ্রিকা। ওইখানে খেলাটা নাকি সব দলের জন্য কঠিন। যে কোনো শক্তিশালী দলের সাথে খেললে প্রস্তুতিটাও ভালো লাগে। অস্ট্রেলিয়াও বিশ্বে ভালো দল গুলোর মধ্যে একটা দল। তাদের সাথে খেললে আমাদের ভালো একটা অভিজ্ঞতা হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন