সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করেছে: ফখরুল
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ার বিরোধিতা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করেছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা ইস্যুতে সরকার আত্মহননের পথ বেছে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্তর্জাতিক যে উদ্যোগ সে উদ্যোগ কিন্তু গ্রহণ করতে সরকার সক্ষম হননি। এবং এটা পারছেন না তারা এই কারণেই যে, এই সরকার আসলেই একটা নতজানু পররাষ্ট্র নীতিকে মেনে চলেন। নিজেরা ক্ষমতায় টিকে থাকতে তারা সকল শক্তিকে খুশি রাখতে চান। এই খুশি রাখতে গিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থকে তারা জলাঞ্জলি দিচ্ছেন। একই সঙ্গে তারা ১০ লাখ শরণার্থীর ভবিষ্যতকে সম্পূর্ণভাবে একেবারে অনিশ্চিত করে ফেলছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন