সাংবাদিকদের সাথে রাঙ্গামাটি পৌরসভার কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা

রাঙ্গামাটি পৌরসভার সার্বিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পৌর প্রশাসক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ৩টায় পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ তাদের বক্তব্য তুলে ধরেন।

রাঙ্গামাটি শহরের বাজার ব্যবস্থা, ফুটপাত মুক্ত করা, রাস্তা সংস্কার, গাড়ি পার্কিং, কাপ্তাই হ্রদ দূষণমুক্ত ও বর্জ্যমুক্ত করা, বাস টার্মিনাল স্থাপন, রাঙ্গামাটি শহরে সৌন্দর্যবর্ধন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দরিদ্র মানুষের সুবিধার্থে নৌযান চালু করা এবং রাঙ্গামাটির জলাশয়গুলি ব্যবহারযোগ্য এবং পৌরসভার মাঠ উন্মুক্ত রাখার জোরালো দাবি জানানো হয়।

জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক, পর্যটনবান্ধব , জনবান্ধব একটি পৌরসভা গড়ে তুলার প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক গণ।

মতবিনিময় সভায় পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন তার বক্তব্যে বলেন, পৌরসভার সীমাবদ্ধতা আছে তবে চেষ্টার কমতি থাকবে না। আমরা আশা করছি সামনে সুন্দর একটি নাগরিক পৌরসভা উপহার দিতে পারব।