সাংবাদিক টিপুর গ্রেপ্তার: ১৫ জেলার প্রতিবাদ, বিএমএসএফ-এর ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর গ্রেপ্তারে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ‘ভিত্তিহীন’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে ১৫ জেলার সাংবাদিকরা সাতক্ষীরায় একযোগে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জানিয়েছে, এই গ্রেপ্তার সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সংগঠনটি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছে, “টিপুকে মুক্তি না দিলে সারাদেশে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।”

বিএমএসএফ-এর নেতারা বলেন, টিপুর মুক্তি শুধু একজন সাংবাদিকের মুক্তি নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত অধিকার রক্ষার প্রতীক।

প্রসঙ্গত, সাংবাদিক টিপুর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়বস্তু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সাংবাদিকরা অভিযোগ করছেন, এটি একটি পরিকল্পিত হয়রানির চেষ্টা।