সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ
“আমরা ফিলিস্তিনের পাশে আছি, সবুজ বাঁচাই দেশ বাঁচাই, মাদককে না বলি তারুণ্যের উচ্ছলতায় সাইকেলিং করি, গণপরিবহন ছাড়ি সাইকেল ধরি” এই স্লোগানকে সামনে রেখে সাইকেল চালিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফ যাত্রা করলো সাজিদ হোসেন হৃদয় ও ওবায়েদ আলী সরকার নামের দুই তরুণ।
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো থেকে সোমবার (২৪ মে ২০২১) যাত্রা শুরু করেন তারা।
আব্দুল হোসেনের ছেলে সাজিদ হোসেন হৃদয়ের বাড়ি রংপুর কাউনিয়ায় এবং মোহাম্মদ জাবের আলীর ছেলে ওয়াহেদ আলী সরকারের বাড়ি রংপুর সদরে।
সাজিদ হোসেন ও ওবায়েদ আলী দুজনেই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা শখের বসে সাইকেলিং শুরু করে রংপুর সাইকেলিস্ট গ্রুপের সাথে। তাদের একটি স্বপ্ন হচ্ছে সারা দেশ সাইকেলিং করা। তারা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে তাদের এই যাত্রা।
সাজিদ হোসেন ও ওবায়েদ আলী বলেন, আসলে শখের বসে তাদের সাইকেলিং করা। রংপুর সাইকেলিস্ট গ্রুপ এর সঙ্গে তারা দুজনই রাইড করে। প্রায় সকল সাইকেলিস্ট এর একটি স্বপ্নের সফর থাকে সেটি হচ্ছে cross-country রাইড অর্থাৎ দেশের শুরু থেকে শেষ পর্যন্ত সাইকেল চালিয়ে যাত্রা করা। তারা সেই যাত্রাই শুরু করেছে।
১০ দিনে এই সফরের যাত্রা শেষ করবেন বলে জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন