সাকিব খেলছেন না, টসে জিতে বোলিং নিলেন মাশরাফি
শেষ অবধি ফাইনাল খেলা হলো না সাকিব আল হাসানের। বিশ্বকাপের আগে ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত এই অলরাউন্ডারের। বৃহস্পতিবার টিম ম্যানেজম্যান্টের তরফে জানানো হয়েছিল, ম্যাচের দিন সাকিবই সিদ্ধান্ত নেবেন তিনি খেলবেন কিনা? না, ফাইনাল খেলছেন না বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। এই নিয়ে টানা তিনটি ফাইনাল মিস করলেন সাকিব।
আগের ম্যাচে ভালো করার পরও ফাইনালে কম্বিনেশনের কারণে জায়গা হয়নি রুবেল হোসেন, আবু জায়েদ ও লিটন দাসের।
ডাবলিনের মালাহাইডে শুক্রবার টসে জিতেছেন মাশরাফি। কোনও প্রকার চিন্তাভাবনা না করেই বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কারণ এর আগে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯৩ রান চেজ করেও জিতেছে বাংলাদেশ। সেটা বিবেচনা করেই হয়তো বোলিংটাই আগে করার জন্য পছন্দ করেছেন মাশরাফি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন