সাতক্ষীরায় (অনুর্ধব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
“এসো দেশ বদলায় পৃথিবী বদলায় “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে (অনুর্ধব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে সোমবার (২০ জানুয়ারি) জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শিক্ষা অফিসার মোহাম্মাদ আবুল খায়ের,যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, নির্বাহী কমিটির সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইকবাল কবির খান বাপ্পি, আ. ম.আখতারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান,ক্রীড়া শিক্ষক ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন