সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে কর্মসূচি পালন
জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় জারিগান, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার সকালে সদর উপজেলার সুপারিঘাটায় এসব কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলার সুপারিঘাটা ব্রিজ সংলগ্ন বাজারে উন্নয়ন সংগঠন স্বদেশ, উপকুল সুরক্ষা আন্দোলন, জেলা নগরিক কমিটি, সৃজনি মহিলা লোককেন্দ্র, ওয়াটার কিপার জারিগান, মানববন্ধন ও পথসভার আয়োজন করে। বক্তব্য রাখেন, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির আহবায়ক এড, আজাদ হোসেন বেলাল, আলিনুর খান বাবুল, মেম্বর তপন শীল প্রমুখ।
বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী খননে কোনও দুর্ণীতি সহ্য করা হবে না, নদীকে ঘিরে আমাদের জীবন জীবিকা। আমরা দেশের সচেতন সমাজ, বিভিন্ন আন্দোলন, সংগঠনসমূহ ও জনসমাজের সকলকে এই আয়োজনে অংশগ্রহণপূর্বক উক্ত বিষয়গুলোর ব্যাপারে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানাই । আমাদের এসকল দাবিগুলো বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করতে ও সকলের সামনে আরো জোড়ালোভাবে তুলে ধরতে ডিসেম্বরের ৯ তারিখে কপ-২৮ সম্মেলন স্থল সহ পৃথিবীব্যাপি ৩৬টি দেশে ও বাংলাদেশের ৩১টি জায়গায় একযোগে এ কর্মসূচীটি পালন করা হয়েছে।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, বিশ্বজুড়ে বহুদিনধরে চলে আসা বিচারহীনতা সংস্কৃতি, বৈষম্য ও নিপীড়নের মতো সংকট আরো তীব্রভাবে আমরা প্রত্যক্ষ করছি। উপরন্তু, জলবায়ু সংকট পৃথিবীর বাস্তুসংস্থানকে বিনষ্ট করছে। ইতোমধ্যে যারা দরিদ্রতা, বৈষম্য এবং শোষণ সহ্য করে টিকে আছে, জলবায়ু সংকটে তারা আরো বেশি সংকটাপন্ন হয়েছে এবং জলবায়ু পরিবর্তন ও অন্যান্য সংকট মোকাবেলায় এসকল জনগোষ্ঠীর সক্ষমতা সবচেয়ে কম। পাশাপাশি জলবায়ু সংকট দরিদ্রতা, বৈষম্যের মতো অন্যান্য সংকটকে আরো তীব্র করে তুলছে। অগণিত লোক তাদের জীবন, জীবিকা ও জীবনধারণের অবলম্বন হারিয়েছে।
জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে ও সংকটের সমাধান করতে কপ-২৮ সম্মেলন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কপ-২৮ সম্মেলনের পূর্ববর্তী সপ্তাহ ও সম্মেলন চলাকালীন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা বিভিন্নভাবে ধনী রাষ্ট্র ও বৃহৎ কর্পোরেশনগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়গুলো তুলে ধরবো। একইসাথে, তাদের ব্যার্থতার বিষয়গুলো পর্যালোচনায় নিয়ে আসবো। আমাদের কর্মসূচীর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদেরকে আরো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করার প্রচেষ্টা চালানো হবে।
গ্লোবাল নর্থ এর বিভিন্ন দেশের সরকারগুলোর সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর হামলার মতো বিষয়গুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণ করে যা আমরা এই কর্মসূচীর মাধ্যমে আমাদের পর্যালোচনার মধ্যে আনতে চাই ও আপনাদের সামনে সবিস্তারে তুলে ধরতে সচেষ্ট। এছাড়া সর্বজনীন মানবাধিকারের বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত রাষ্ট্রগুলোই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক হিসেবে কাজ করছে।
বর্ণবাদী উপনিবেশবাদ উদ্ভুত ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের হামলা অনতিবিলম্বে বন্ধ ও অবরোধ প্রত্যাহার; জীবাশ্ম জ্বালানি উৎপাদন, ব্যবহার ও পরিবহন থেকে দ্রুততা ও ন্যায্যতার ভিত্তিতে বের হয়ে এসে নবায়নযোগ্য সবুজ জ্বালানি ব্যাবহার নিশ্চিত করা; ভ্রান্ত ঋণ নীতি ও শর্তহীন জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা; লিঙ্গ সমতা নিশ্চিত করণসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিটি পালিত হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন