সাতক্ষীরায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
সাতক্ষীরায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে রোববার সকালে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় হতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ। হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক হুমায়ুন কবির।
বৃক্ষমেলায় বিভিন্ন ফলজ,বনজ ও ঔষদি গাছ নিয়ে অর্ধ-শতাধিক স্টল বসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন