সাতক্ষীরায় সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারদের বিনামূল্যে চক্ষু ও রক্ত পরীক্ষা
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে সারাদেশে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এ-উপলক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির কার্যলয়ে সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারদের বিনামূল্যে চক্ষু, রক্তচাপ ও ব্লাড সুগার পরিক্ষা করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক (ইঞ্জি:) কে. এম. মাহাবুব কবির এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী মাসুম হাসাউল্লাহ, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওবায়দুর রহমান, অফিস সহকারী সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ আবু নাসের, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম কালু, দপ্তর সম্পাদক শাহীন হোসেন, সড়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এদিকে, মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এর আগে লিফটের বিতারণ, চার উপজেলার স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক কর্মশালা করেন বিআরটিএ সাতক্ষীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন