সাতক্ষীরার উত্তর দেবনগর এলাকায় রবিউলের মৎস্য ঘের দখল করে বিষ দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা সদরের উত্তর দেবনগর এলাকায় রবিউলের মৎস্য ঘের দখল করে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২০ এপ্রিল) সদরের দেবনগর এলাকার মৃত আব্দুর নূর এর ছেলে মোঃ রবিউল ইসলাম এর মৎস্য ঘেরে একই পিতা মৃত আব্দুর নূর এর প্রথম পক্ষের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ।

মৃত মেহের বক্সের ছেলে চাচাতো ভাই মোঃ কাদিরুল ইসলাম। মৃত মিনার বক্সের ছেলে মোঃ খায়রুল ইসলাম গন অরেশ সূত্র রবিউল ইসলামের মৎস্য ঘরের ভিতরে তাদের প্রাপ্য জমি বুঝে নেওয়ার জন্য, ঘেরের মাঝখানে ঘেরা বেড়া দিয়ে মৎস্য ঘেরের জমি দখল করেছে।

এ বিষয়ে প্রথম পক্ষের তার সহোদর মোঃ আব্দুর রাজ্জাক জানান, এর আগে আমি ওখানে ধান চাষ করতাম। আমাদের পিতার দ্বিতীয় পক্ষের ছেলে মোঃ রবিউল ইসলাম ও আমি একসাথে ঘের করি। আমাদের মধ্যে কথা ছিল এক বছর আমি করব পরের বছর সে করবে। কিন্তু রবিউল ইসলাম দুই বছর যবর দখল করে খাচ্ছে।

এর প্রেক্ষিতে আমরা আমাদের অংশের জমি দখল করেছিল। আর বিষ দেওয়ার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা বিষ দিলে সে নিজে দিয়েছে। এ বিষয়ে মোঃ রবিউল ইসলাম বলেন, প্রথম পক্ষের আমার ভাইয়েরা আমার পিতার অরেশ সূত্রে তারা ৯ কাটা জমির মালিক সে অনুযায়ী তাদেরকে আমি ৫ হাজার টাকা হারি দিয়ে আসছিলাম।

এর আগে সালিশ মিমাংসার আমার ভাইয়েরা বলেছে, ঘের যে করবে তাতে সন্তুষ্ট সবাই। কিন্তু হঠাৎ তারা আজকে আমার ঘরে বিষ ও ঘেরা বেড়া যবর দখল করে। আমার সর্বনাশ করেছে, আমার ভাতে মেরেছে, ঘরের মাছ মরে ভেসে উঠছে।