সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Messenger_creation_57789FBB-EF9E-46BF-A636-6B79A70B364F-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ হাফিজুর রহমান, কাজিরহাট ডিগ্রি কলেজের প্রভাষক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ মোঃ আশিকুর রহমান, পরিচালনা পর্যদ সদস্য ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন, প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পুত্র চিকিৎসক ও সংবাদকর্মী ডা.শফিকুর রহমান।
এছাড়াও প্রভাষক ডাঃ আককাজ আলী, প্রভাষক ডাঃ ফাতিমা খাতুন, প্রভাষক ডাঃ আফিফা , প্রভাষক ডাঃ অমিত কুমার সহ কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক ও স্থানীয় চিকিৎসক বৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক ডাঃ মিজানুর রহমান এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন