সাতক্ষীরার কলারোয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়ায় কেসিজি মিতালী সংঘের উদ্যোগে ৫১তম মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৩১ মার্চ) সকাল থেকে দিনভর চন্দনপুর ইউনিয়নের কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্যাম্পেইনে ওই চিকিৎসা সেবা প্রদান করেন প্রথিতযশা কয়েকজন এমবিবিএস ডাক্তার। তারা কয়েক শতাধিক রোগির চিকিৎসা সেবা প্রদনা করেন।
খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল টিমের নেতৃত্ব দেন ডা. মোস্তফা আল মামুন এমবিবিএস, আরএমও, পরিচালক গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা।
চিকিৎসা সেবা প্রদান করেন ডা.শাহিনা পারভীন সুমি, এমবিবিএস ঢাকা পিজিটি, গাইনি এন্ড ওবএস, সিএমইউ আল্ট্রা; ডা. আবু ফরহাদ এমবিবিএস (আরইউ), পিজিটি (মেডিসিন), মেডিকেল অফিসার (মেডিসিন বিভাগ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা.সাবিহা ইসরাত সোসি, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. প্রনব ঢালী, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা.অভিষেক ইসলাম অনিক, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. তমোজিৎ বিশ্বাস, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. সিনথিয়া তাহমিন ইমি, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. মো. আমিনুর রহমান (ডিএমএফ-ঢাকা), মেডিসিন, চক্ষু-কান-গলা কমিউনিটি সেন্টার, কচুয়া, বাগেরহাট।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কেসিজি মিতালী সংঘের সভাপতি শিক্ষক মো. আব্দুস সবুর, সাধারণ সম্পাদক শিক্ষক মো. ইলিয়াসুর রহমান, ক্যাশিয়ার শিক্ষক মো. শাহিনূর রহমান রিটন, সদস্য আতিকুর রহমান, জিএম মেহেদী হাসান, আবুল কালাম, ডা. রুহুল আমিন, আব্দুস সামাদ, মুহিদুল সাকিব, স্বাধীন, আমজেদ হোসেন, শাওন, আরিফ, ইউপি সদস্য ফারুক আনছারী প্রমুখ।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মোস্তফা আল মামুন জানান, কেসিজি মিতালী সংঘের আয়োজনে সীমান্তবর্তী গ্রামের অসহায় জনগণের চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন