সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন পেশার মিস্ত্রীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
সাতক্ষীরার কলারোয়ায় পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলাধীন বিভিন্ন অঞ্চলের রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, রড মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি ও স্যানিটারি মিস্ত্রিদের মাঝে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা অডিটরিয়ামে ১ম দিনের এই প্রশিক্ষণ দেয়া হয়।
এদিন ভিন্ন ভিন্ন শ্রেনীর ৫০ জন মিস্ত্রিদের প্রশিক্ষণে অংশ নেন। আগামি ১২ জানুয়ারী আরো ৫০ জন মিস্ত্রিদের নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা প্রকৌশলী দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু ও উপজেলা প্রকৌশলী মো. নাজিমুল হক।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) শেখ আমানুল্লাহ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ সুরেশ মন্ডল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন