সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে দুর্ধর্ষ ডাকাতি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের নিরঞ্জন বিশ্বাসের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাত্র আনুমানিক ২ঃ৩০ মিনিটের দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
নিরঞ্জন বিশ্বাসের একমাত্র পুত্র বালিয়াডাংগা বাজারস্থ নবনিতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী পলাশ বিশ্বাস জানান, তিনি রাত্রে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসত বাড়ির গ্রীল খুলে আঙ্গিনায় বের হলে ওৎ পেতে থাকা কালো পোশাক ও মুখোশ পরিহিত ডাকাত দলের দুই সদস্য তার মাথায় অস্ত্র ধরে জিম্মি করে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং সাথে সাথে ডাকাত দলের আরও ৫-৭ জন সদস্য বাড়ির ভিতরে প্রবেশ করে ও বাড়িতে থাকা অন্যান্য সদস্যদেরকে একটি কক্ষে আটক রেখে পলাশ বিশ্বাসকে নিয়ে বিভিন্ন কক্ষ তল্লাসি শুরু করে।
প্রায় ৩০ মিনিট যাবত তল্লাসি করে নগদ ৪ লক্ষ টাকা, ৬-৭ ভরি স্বর্ণের গহনা ও একটি পালসার মোটর সাইকেল যার নাম্বার “সাতক্ষীরা ল-১২৮২০৪” এবং পলাশ বিশ্বাসের ব্যবহারিত মোবাইল ফোন নিয়ে বাইরে থেকে গ্রীলে তালা দিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়।
পরবর্তীতে তারা ৯৯৯ এ ফোন দিলে ওই রাতে এস আই সেলিম এর নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল ঘটনা স্থলে আসেন এবং বুধবার (১৩ এপ্রিল) সকালে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন পরিদর্শন করেছে। এব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন