সাতক্ষীরার কালিগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা ও নবাগতকে বরণ অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG_20221019_200524-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বদলীজনিত কারণে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাকে বরণ করে নেওয়া হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ৩ টার দিকে চেয়ারম্যান অ্যাসোসিয়েশন’র উদ্যোগে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, কালিগঞ্জের মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য। এই উপজেলার মানুষ খুবি আন্তরিক। সেখানেই থাকি কালিগঞ্জবাসীকে অবশ্যই মনে থাকবে। আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তাকেও সেভাবে সহযোগিতা করবেন, এটাই আমার প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল-রাজী টোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্নসাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন