সাতক্ষীরার কালিগঞ্জে করোনা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান

‌‌সাতক্ষীরার কালিগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সোনালী ব্যাংক কর্তৃক সি এস আর এর আওতায় প্রস্তাবিত ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে সুবিধাভোগীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ৩৯ জনকে ২ হাজার টাকা করে মোট ৮৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।

(১১ আগস্ট) বুধবার সকাল ১০ টায় উপজেলার মহাতপুর কল্যাণ সংস্থার আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া ২০ জন ব্যক্তির মাঝে প্রত্যেকের ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

মহাৎপুর কল্যাণ সংস্থার উপদেষ্টা ও কুশুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলুর সভাপতিত্বে ও কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহতপুর কল্যাণ সংস্থার উপদেষ্টা সাবেক ব্যাংকের অফিসার আনোয়ার হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মহতপুর কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ শহীদ হোসেন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।

পরে বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রকল্প অফিসের ব্যবস্থাপনায় উপজেলা মথুরেশপুর ইউনিয়নের হারুদা গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৯ টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৩৮ হাজার টাকা প্রদান করেন।