সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা
সাতক্ষীরার কালিগঞ্জে ছকিনা খাতুন (৫০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের মৃত কোরবান মোড়লের স্ত্রী।
বুধবার (২৫ আগস্ট) ভোর ৫ টার দিকে বাড়ির পাশে নিম গাছের সাথে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের বড় ছেলে রফিকুল ইসলাম মোড়ল জানান, বুধবার ভোরে পড়শীদের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। বাহির হয়ে দেখেন তার মায়ের দেহ নিম গাছের সাথে ঝুলছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তার মায়ের নিথর দেহ মাটিতে নামায়। তিনি আরো জানান প্রায় দেড় বছর যাবত তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে কয়েকবার আত্নহত্যা করার চেষ্টা করেছে।
স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান পলাশ জানান, শওকত হোসেনসহ ৪-৫ জন জেলে নিম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ওই বিধবা নারীকে দেখতে পায়। এসময় তাদের চিৎকারে শুনে আশপাশের লোকজন ছুটে এসে ছকিনার মরদেহ মাটিতে নামায়। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনা স্থল পরিদর্শন করে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ছকিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন