সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী আলমসাধুর চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/1-copy.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী আলমসাধুর চাপায় জীম হোসেন (১০) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে উপজেলার বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।
জীম বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
রোববার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার জিরণগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে শিশু জীম পায়ে হেঁটে উপজেলার কালিগঞ্জ-তালতলা সড়কের জিরণগাছা মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা মাটি বহনকারী আলম সাধু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আলমসাধুটি আটক করতে পারলেও চালক কৌশলে পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইবাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় আলমসাধু জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন