সাতক্ষীরার কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG_20230415_141821.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে কবীর হোসেন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) সাড়ে বেলা ১২ টায় নাজিমগঞ্জ-রতনপুর সড়কের আতাপুর নামক স্থানে।
নিহত ওই চালক উপজেলার শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলাম এর ছেলে।
মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, ‘ইঞ্জিন ভ্যান চালক নাজিমগঞ্জ থেকে রড বোঝাই করে গোয়ালপোতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নাজিমগঞ্জ রতনপুর সড়কের আতাপুর নামক স্থানে পৌঁছে ইঞ্জিন ভ্যানের টায়ার বাস্ট হয়ে ভ্যানটি উল্টে চালক ভ্যানের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লিডার সরদার আ. হান্নানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সে মৃত্যুবরণ করে।’
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, ‘পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন