সাতক্ষীরার তালায় জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/1-40.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার তালা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের আমীর ও সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই ইমন হাসান সংগীয় অফিসার ফোর্সসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- উপজেলা জামায়াতের আমীর কাটাখালি গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে মাওলানা মফিজুল ইসলাম (৫৫), সেক্রেটারী নোয়াকাটি গ্রামের মহিউদ্দিন মোড়লের ছেলে অধ্যাপক ইদ্রীস আলী মোড়ল (৫০), জামায়াত কর্মী সুজানসাহা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শেখ নুরুল ইসলাম (৭০), বারাত গ্রামের আফাজ উদ্দনি শেখের ছেলে মোশারফ হোসেন(৫১), উথালী গ্রামের মৃত আকছেদ আলী সরদারের ছেলে আজাহারুল ইসলাম (৬৫) এবং আমজাদ সরদারের স্ত্রী মোছা. রেবেকা বেগম (৫৪)।
পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরী ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় মামলা হয়। যার মামলা নং-১২, তারিখ-৩১/০৩/২২ ইং।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন