সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় আতিয়ার মোড়ল (৫০)নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সে উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত আব্দুল মাজিদ মোড়লের ছেলে ও সবজি চারা ব্যাবসায়ী।

রবিবার বেলা ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শুভাশুনি নামক স্থানে মর্মান্তিক ওই দূর্ঘটনাটি ঘটে।

নিহতের ভাগ্নে ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকী আঙ্গুর জানান, তার মামা দীর্ঘদিন যাবত বিভিন্ন হাট বাজারে সবজি চারা বিক্রি করেন। দুপুরে তার মামা সাইকেল যোগে আঠারোমাইল বাজারে পেঁয়াজের চারা বিক্রির জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে শুভাশুনি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোর সেনাবাহিনীর একটি গাড়ীর সাথে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরতর আহত হন। তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তালা থানার পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর পাঠানো হয়েছিল। সেখান আতিয়ার মোড়লের মৃত্যুর খবর পেয়েছেন তিনি।