সাতক্ষীরার দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/IMG_20230802_183733-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার দেবহাটার হাদীপুরে মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় নওয়াপাড়া ইউনিয়নের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতে একটি র্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের হাদিপুর এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
বিশেষ অতিথি ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান।
হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দীন আল আজাদের পরিচালনায় বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা রাম সুন্দর ঘোষ প্রমুখ।
এসময় বক্তরা নির্দিষ্ট বয়স হওয়ার পূর্বে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ক্ষতির মুখে ঠেলে না দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দেবহাটা উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক পরিস্থিতি একটু বেশি। মাদক নির্মূলে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তাছাড়া পরিবারের কোন সদস্য যাতে মাদক সংঙ্গে জড়িয়ে না পড়ে সেজন্য পারস্পরিক সম্পর্কের উন্নতি করতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন