সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মৃত্যু দুই শিশুর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/পানিতে-ডুবে-মৃত্যু.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আনিকা (৪) ও জান্নাতুল (৪) নামে মৃত্যু হয়েছে দুই শিশুর।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে ঘটে এ দূর্ঘটনা। আনিকা ওই গ্রামে আলমগীর হোসেন এবং জান্নাতুল অহিদুল ইসলামের কন্যা। পাশাপাশি তাদের বাড়ি।
পরিবারের বরাত দিয়ে ডাঃ শাকির হোসেন জনান, দুপুরের দিকে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। এসময় দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন