সাতক্ষীরার শ্যামনগরে যুবদলের আহ্বায়ক দুলু বহিষ্কার

সাতক্ষীরার শ্যামনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ আগষ্ট) যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তদস্থলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ নাজমুল হক কে ভারপ্রাপ্ত আহ্বায়ক এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন