সাতক্ষীরার শ্যামনগরে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি-০২ এবং এইচএসসি-০৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলাদেশ ফেসবুক গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ত্রিপানী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে ওয়ার্ম লাভ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান এসএসসি-০২ এবং এইচএসসি-০৪ ব্যাচের শিক্ষার্থী প্রভাষক সাইদুজ্জামান সাইদ।

উদ্বোধন করেন এসএসসি-০২ এবং এইচএসসি-০৪ শিক্ষার্থী আলমগীর কবীর রুবেল।

বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. শুকোর আলী, প্রভাষক এবাদুল, ইঞ্জিনিয়ার এসকে পারভেজ, ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, জীবিতোষ, গোপাল, আদিত্য, ফিরোজ হোসেন, আবজানুর, হিরন্ময়, ইউপি সদস্য সাহিজুর রহমান, শ্যামল মন্ডল, দেবাশীষ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সমন্বয়ক শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহিম।