সাতক্ষীরায় কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদকের আগমনে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজি. নং-২২০৯) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাজাহান মিয়ার সাতক্ষীরায় আগমনে জেলা শাখার উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শহরের পাকাপোল মোড়স্থ সংগঠনের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. জুম্মান আলী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান মিয়া। তিনি বলেন, শ্রম অধিকার বা শ্রমিকদের অধিকার হচ্ছে শ্রম ও নিয়োগ আইনের অধীনস্থ একটি আইন, যেখানে শ্রমিকদের অধিকার এবং শ্রমিক ও তাদের নিয়োগকারীদের মধ্যকার সম্পর্ক প্রকাশ করে। সাধারণত এই আইন শ্রমিকদের বেতন-ভাতা, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার নিশ্চয়তা প্রদান করে। অথচ অধিকাংশ শ্রমিকরা শ্রম আইন সম্পর্কে অবগত নয়। সেজন্য ওই শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সংগঠনকে গতিশীল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক। তিনি সংগঠনের সদস্য সংখ্যা ও তহবিল বৃদ্ধিকরণ এবং জেলার প্রত্যেক উপজেলার সম্মেলন দ্রুত শেষ করতে নেতাকর্মীদের আহবান জানান। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি ও মেসার্স হোসেন কনস্ট্রাকশন এর সত্ত্বাধিকারী আলহাজ্জ্ব তোফাজ্জেল হোসেন, মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক, শাহ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য মুনসুর আলী, সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মফিজুুল ইসলাম, প্রচার সম্পাদক শাহিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, পৌর শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক সৈয়দ মহিউদ্দিন প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন