সাতক্ষীরায় দলিত ও প্রান্তিক নারীদের নিয়ে ইনফরমেশন বুথ ক্যাম্প
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/1-19.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জিয়ালায় দলিত ও প্রান্তিক নারীদের অধিকার সুরক্ষা বিষয়ক ইনফরমেশন বুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল ১০টায় ‘দি কাটার সেন্টার’ এর সহায়তায় অগ্রগতি সংস্থার আয়োজনে জিয়ালা দাস পাড়ায় দলিত ও প্রাপ্তিক নারীদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় উক্ত ইনফরমেশন বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুনের পরিচালনায় সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তার উপস্থিতিতে ৫৪ জন সেবা গ্রহীতা নারীর অংশগ্রহণ বুথ ক্যাম্প সম্পন্ন হয়।
ইনফরমেশন বুথ ক্যাম্পেইনে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শেখ সাহিদুর রহমান, মাধ্যমিক কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার দাসসহ আায়োজক বেসরকারি সংস্থার পিও সেলিমুর রহমান, পিসি মাসুম বিল্লাহ, আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সার্বিক আয়োজনে সহায়ক ভূমিকা পালন করেন সফল যুব সংগঠক শেখ ফারুক হোসেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন