সাতক্ষীরায় ধর্ম পালনে বাধা দেওয়ায় যুবক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/আটক-arrest-গ্রেফতার-গ্রেপ্তার.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় ধর্ম পালনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত অশোক সরদার (৪২) সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বিজবার সরদারের ছেলে।
শুক্রবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার বারোপোতা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অশোক সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম পালনে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ অভিযুক্ত অশোক সরদারকে রাতেই গ্রেপ্তার করেছে। কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন