সাতক্ষীরায় পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনার টিকা
প্রথম চালানেই সাতক্ষীরা জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসে পৌছেছে। স্বাস্থ্য অধিদফতর থেকে ফ্রিজার গাড়িযোগে রোববার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা এসে পৌঁছায় এসব টিকা।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ইপিআই ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরো জানান, সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনা টিকা জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিস্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে।
এদিকে, জেলা পর্যায়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন প্রশিক্ষকের প্রশিক্ষণ কোর্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কমকর্তা, মেডিকেল অফিসার ও মেডিকেল টেকনোলজিস্টবৃন্দের (ই পি আই) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত কোর্স ডিরেক্টর হিসাবে প্রশিক্ষণে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন