সাতক্ষীরায় বিজিবির অভিযানে সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/a-25-770x450-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অর্ধকোটি টাকা মূল্যের ৫০৬ গ্রাম ওজনের চারটি স্বর্নের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতা নামক স্থান থেকে এসব আটক করা হয়।
গ্রেপ্তার শামিমুল ইসলাম (৪০) সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি সাজেদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১১টার তার নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনোরপোতা ব্রীজ এলাকা থেকে একটি ডিসকভার মোটর সাইকলেসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কোমরে কাপড়ের প্যাকেটে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল।
আটক স্বর্নের বারের ওজন ৫০৬ গ্রাম। পাশাপাশি এ সময় দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি আটক করা হয়। এসবের মোট আনুমানিক মূল্য ৪৫ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে শামিমুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন